1. admin@dailyhumanrightsnews24.com : admin :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে পদপ্রার্থী ফরহাদ হোসেন (এলএলবি) সন্তান নির্মানে যে ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্বোধনী ঢোলবাদনের মাধ্যমে বিটা আয়োজিত এমপাওয়ারিং ইয়ুথ ইন ইনক্লুসন প্রকল্পের উদ্বোধন জগন্নাথপুরে কুকুর বাঁচাতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত আন্তর্জাতিক ইয়ুথ আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে নেপাল যাচ্ছেন যুব আইকন তুহিন ফুলবাড়ীতে মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে পথচারীদের সরবত পান করানো হয়েছে জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আর্জেন্টিনার প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ সাবেক মেয়র রেজাউল হক সিকদার রাজুর মৃত্যুতে গোপালগঞ্জে শোকের ছায়া নড়াইল সুলতান মেলা উপলক্ষে ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

  • আপডেট সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১০৫ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর এর হাওর গুলোতে আমন ধান কাটা শুরু হয়েছে। কৃষক -কৃষাণীর মূখে আনন্দের হাসি ঝিলিক দেখা দিয়েছে। জনমনে আনন্দ-উল্লাস বিরাজ করছে। হাওরে হাওরে এবং বাড়ীর পার্শ্ববর্তী জমিতে পাকা-আধপাকা ধানের শীষ মৃদু বাতাসের আলিঙ্গনে মিষ্টি -মধুর ঝনঝনানিতে দুলছে। মনোমুগ্ধকর পরিবেশ আর ধানের মৌ মৌ ঘ্রাণ চারদিকে চড়িয়ে পড়েছে। সময় ও খরচ বাঁচাতে কৃষকেরা কম্পাইন হারভেস্টার মেশিন অর্থাৎ ধানা কাটার যন্ত্র দিয়ে ধাব কাটিয়ে গোলায় তুলছেন।
 ১০ ই নভেম্বর রোজ শুক্রবার শুক্রবার সকালে সরেজমিনে ঘুরে দেখা যায় ও জানাযায়, সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার ছোট-বড় হাওর ও বাড়ী পার্শ্ববর্তী জমিতে আমন ধান কাটা চলছে। কম্পাইন হারভেস্টার মেশিন অর্থাৎ ধান কাটার যন্ত্র দিয়ে ধান কাটানোর পাশা,পাশি ধান কাটার শ্রমিকদের সাথে জমির মালিকেরাও আনন্দ -উল্লাসসে ধান কাটছেন। এসময় একান্ত আলাপকালে কৃষক সুমন, আঙ্গুর মিয়া ও রাইজুল বলেন, মাঠ ভরা সোনার ফসল আমন ধানের মৌ মৌ গন্ধে চারদিক সুবাসিত। এমন সুন্দর ফসল কাটতে পেরে ও ঘোলায় তুলতে পারায় আমরা আনন্দিত। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী জমিতে চাষাবাদ করে ধানের ভাল ফলন হয়েছে। ৪/৫ দিনের মধ্যে সবকটি হাওরে পুরুধমে ধান কাটা যাবে। গত দুই দিন ধরে ধান কাটা শুরু হয়েছে। ধান কাটা, মাড়াই করা, শুকানো ও গোলায় তোলা নিয়ে ব্যস্ত সবাই। এক প্রশ্নের জবাবে তারা আরো বলেন, কম্পাইন হারভেস্টার মেশিন অর্থাৎ ধান কাটার যন্ত্র দিয়ে ধান কাটানো হলে সময় ও খরচ কম লাগে। তাই ধান কাটার যন্ত্র দিয়েই বেশির ভাগ কৃষক ধান কাটার কাজ চালাচ্ছেন। কেননা ধান কাটা, মাড়াই করা ও বস্তাবন্দী মেশিন ধারাই হয়। তবে অনেকেই নিজে ধান কাটার পাশাপাশি শ্রমিক দিয়ে ধান কাটাচ্ছেন । তারা আরো বলেন, এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। নিজ চাহিদা মিটিয়ে বিক্রিও করা যাবে।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, এবার ৯ হাজার ৬ শত ২ হেক্টর জমিতে আমন ধান এর চাষাবাদ হয়েছে। সরকারের নির্দেশনা মোতাবেক কৃষকদের সহযোগিতা করা হয়েছে। আমন ধানের ভাল ফলন হয়েছে। সরকারি লক্ষ্য মাত্রা ছাড়িয়েছে। আশাবাদী কৃষকেরা নিজ নিজ খোড়াকীর চাহিদা মিটিয়ে ধান বিক্রি করে বাড়তি অর্থ উপার্জন করতে পারবেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park