রবি মিয়া ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা বাদশাগঞ্জ বাজার সংলগ্ন বৌলাম গ্রামে সামনে মোঃ শামীম মিয়া নামে(২৫) এক মাদক সেবীকে ১০ দিনের জেল ও ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এলাকাবাসী সূত্রে জানা যায়, ৩০শে জুলাই রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় বৌলাম গ্রামের সামনে রাস্তার পাশে চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল হাই এর বাড়ির সামনে থেকে গাঁজা সহ হাতে নাতে ধরা পড়ে মোঃ আলআমীন, পিতা হেলেন মিয়া, সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের স্থায়ী বাসিন্দা। এ সময় উক্ত ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান। স্থানীয় বাসিন্দা মাফুজুর রহমান,ফয়েজ,রিয়াদ ও স্থানীয় মেম্বার শফিকুলের বরাতে জানা যায়, বহু দিন যাবত বৌলাম গ্রামের মান সম্মান ক্ষুন্ন করে আব্দুল হাই (৫৫) সকল ধরনের মাদক বিক্রয় এবং সেবন করিয়া আসিতেছে। এ ব্যাপারে স্থানীয় লোকজন আপত্তি জানালে, আব্দুল হাই ও তার স্ত্রী হাসী বেগম লোকদের বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয় ।মাদক ব্যবসায়ী আব্দুল হাই আরো বলেন, আমার সাথে লাগতে আসিস না, আমার হাত অনেক লম্বা। এই গ্রামের কেউ আমাকে কিছু করতে পারবে না। এ ব্যাপারে মাহফুজুর রহমান আরো বলেন, আমাদের প্রশাসনের কাছে দাবি এই মাদক সম্রাট আব্দুল হাইকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এলাকার যুব সমাজ নষ্ট এবং দিনে দিনে এলাকায় চুরি ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার পিছনে এই মাদক ব্যবসায়ীকে দায়ী করেন মাহফুজ।