মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দেশের ৫ম বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার পৌনে ১২টায় সড়ক পথে টুঙ্গিপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী। বেলা ১১ টা ৫৫ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তব অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। পরে বোন শেখ রেহানাকে নিয়ে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন তিনি। এর পর তিন বাহিনী কর্তৃক রাস্ট্রিয় সম্মান শেষে সমাধি সৌধ কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এরপরই বঙ্গবন্ধু কন্যা সেখানে উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্য ও স্থানীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এবং বঙ্গবন্ধু ভবনে চলে যান।জানাজায় মাননীয় প্রধান মন্ত্রী বিকাল ৩টায় টুঙ্গিপাড়ার দলীয় নেতা কর্মীদের সাথে বৈঠক করবেন।