জয়পুরহাটে দেড় বছরের শিশুকে কুপিয়ে হত্যা

জয়পুরহাটের সদরে সিয়াম নামে দেড় বছরের এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইব্রাহিম হোসেন নামে স্থানীয় মুরগির খামারের এক কর্মচারীর নামে।
বৃহস্পতিবার সকালে ভগবানপুর এলাকার গুচ্ছগ্রামের নিকটবর্তী পাট জাগ দেয়া একটি ডোবার পানিতে ভাসমান অবস্থায় শিশু সিয়ামের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শিশু সিয়াম নওগাঁর বদলগাছি উপজেলার জগদীশপুর মৃধাপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শিশু সিয়ামের বাবা ইউসুফের বড় ভাই ইব্রাহিম আলীর বাড়িতে গড়ে তোলা মুরগির খামারে কাজ করতেন নাসিম। বুধবার বিকালে শিশু সিয়ামকে কোলে নিয়ে নাসিম ঘুরতে বের হয়ে শিশুসহ নিখোঁজ হন। তাদের সন্ধানে ওই এলাকায় মাইকিং করেও তাদের খোঁজ মেলেনি।
পরে বৃহস্পতিবার ভোরে ভগবানপুর এলাকার একটি ডোবায় শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। বেলা ১১টায় স্থানীয়রা নাসিমকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে জয়পুরহাট সদর থানার ওসি রায়হান কবির জানান, ঠিক কি কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে এখনও তা জানা যায়নি।