সেক্টর কমান্ডারস্ ফোরামের উদ্যোগে ওসমানীর জন্মবার্ষিকী পালন

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী এর ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে সেক্টর কমান্ডারস্ ফোরামের মুক্তিযুদ্ধ ৭১ এর সিলেট বিভাগীয় ও বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী জন্ম শত বার্ষিকী উদযাপন কমিটি যৌথ উদ্যোগে আলোচনা সভা ও জন্মবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর সন্ধ্যায় ধোপাদিঘীরপাড়স্থ একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান হয়।
সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধা ৭১ সিলেট বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বঙ্গবীর জেনালেন এমএজি ওসমানীর জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদালের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীত অতিথির বক্তব্য রাখেন, বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল হক।
বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় সহ সভাপতি মারিয়ান চৌধুরী মাম্মী, বিভাগীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আকরাম আলী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এন. আই. এম মাছুম চৌধুরী, জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মহি উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, মহানগর সভাপতি এডভোকেট কিশোর কুমার কর, সাধারণ সম্পাদক এডভোকেট মোমিনুর রহমান টিটু, বীর মুক্তিযুদ্ধা সমছুল আলম, বীর মুক্তিযুদ্ধা শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা উমেশ বৈদ্য, বীর মুক্তিযোদ্ধা সুয়েব আহমদ, এডভোকেট অশেষ কর, নারী কমিটির সভাপতি সামছুন্নাহার মিনু, সাধারণ সম্পাদক হাসনা হেনা চৌধুরী, মহিলা নেত্রী রেনুকা দাশ, মাহমুদা নাজিম রুবি, অধ্যাপিকা জান্নাত আরা খান পান্না, মোবাশ্বিরা বেগম পারু, হাসিনা মহি উদ্দিন, রওশন আরা, বাণী চক্রবর্তী, শাহ মো. মাসুক মিয়া, আমিনুল ইসলাম।