স্বরূপকাঠীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী শোক সভা অনুষ্ঠি।

সুমন খান স্বরুপকাঠী ঃ পিরোজপুর নেছারাবাদ স্বরুপকাঠীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হল। স্বরূপকাঠী উপজেলা চত্বরে এই শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জনাব আব্দুল হামিদ, সভাপতি স্বরূপকাঠী উপজেলা আওয়ামীলীগ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন বাংলাদেশ সরকারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এ্যাড শ. ম রেজাউল করিম এমপি। আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ শাহ আলম, সাবেক সংসদ সদস্য। এ্যাড. মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক পিরোজপুর জেলা আওয়ামীলীগ। এ্যাড. কানাই লাল বিশ্বাস যুগ্ম সাধারণ সম্পাদক পিরোজপুর জেলা আওয়ামীলীগ। আকতারুজ্জামান ফুলু, সভাপতি পিরোজপুর জেলা যুবলীগ। জনাব মোঃ শামসুল হক, সাবেক সচিব। সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, উপজেলা নির্বাহী অফিসার। রিয়াজ হোসেন, সহকারি পুলিশ কমিশনার। নেছারাবাদ থানার ইনর্চাজ মোঃ তরিকুল ইসলাম, আলহাজ¦ আব্দুল হক, চেয়ারম্যান স্বরূপকাঠী উপজেলা। গোলাম কবির, মেয়র স্বরূপকাঠী পৌরসভা। এছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথী তার বক্তব্যে বলেন ১৯৭৯ সালের ৬ এপ্রিল জিয়া সরকার ইনডেমিটি অধ্যাদেশ করে বঙ্গবন্ধু সহ যারা ১৫ আগস্ট শহীদ হয়েছিল তাদের বিচারে বাধাগ্রস্থ করা এবং বঙ্গবন্ধুর খুনি চক্রকে বাঁচাতে তাঁদেরকে বিভিন্ন পদোন্নতি দিয়ে বিদেশে পাঠিয়েছিল ঐ জিয়া সরকার। কিন্তু বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তার বাবার খুনিদের দেশ ও বিদেশ থেকে এনে তাঁদেরকে বিচারের আওতায় আনে এবং বিচারে তাঁদের ফাঁসি হয়। আর যারা এখনও বিদেশে যে সব খুনি লুকিয়ে আছে তাঁদেরকেও আন্তর্জাতিক আইনের মাধ্যমে বাংলাদেশে এনে বিচারের আওতায় আনা হবে। পরিশেষে বঙ্গবন্ধু তাঁর পরিবার সহ ১৫ আগস্ট যারা শহীদ হয়েছিল তাঁদের জন্য দোয়া করা হয়।