ঝালকাঠিতে প্রধান শিক্ষকের সাথে অসৌজন্য মূলক আচরনের প্রতিবাদে শিক্ষার্থীদের মানবন্ধন

রিপোর্ট : ইমাম বিমান ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন নথুল্লাবাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। ২৮আগষ্ট বুধবার সকালে বিদ্যালয়ের সন্মুখে বিদ্যালয়ে কর্মরত শিক্ষক, অধ্যারত শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেস অনুষ্ঠিত হয়। অনুসন্ধানে জানাযায়, ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম জাহাঙ্গীর অনেকদিন ধরে স্থানীয় মীর হান্নান, মো: কাওসার সরদার ও জি এম মোর্শেদ নামের তিন ব্যক্তিকে বিদ্যালয়ের এ্যাডহক কমিটিতে দাতা সদস্য করবেন বলে জানাযায়। এবং ইতিমধ্যে দাতা সদস্য করার জন্য তাদের তিনজনের কাছ থেকে ৬০ হাজার টাকা নেন। আর সেই টাকা প্রাপ্তি রশিদে প্রধান শিক্ষকের স্বাক্ষর প্রয়োজন হলে প্রধান শিক্ষকের সাথে অসৌজন্যমূলক আচরনের মাধ্যমে তার কাছ থেকে জোর পূর্বক টাকা প্রাপ্তি রশিদে স্বাক্ষর করিয়ে নেন বলে অভিযোগ পাওয়া যায়। এ বিষয় প্রধান শিক্ষক মো: তোফাজ্জেল হোসেন জানান, গত ২৫ আগষ্ট বিদ্যালয় এ্যাডহক কমিটির সভাপতি নজরুল ইসলাম জাহাঙ্গীর আমাকে তার বাসায় দেখা করতে বলেন। আমি তার বাসায় গেলে সেখানে তিনি আমার সাথে অশুভ আচরন করেন সেই সাথে কমিটিতে নতুন তিনজন ব্যক্তিকে দাতা সদস্য করার জন্য তাদের কাছ থেকে ২০হাজার টাকা করে যথাক্রমে মোট ৬০হাজার টাকার প্রাপ্তি রশিদে আমাকে স্বাক্ষর দিতে বলেন। আমি টাকা প্রাপ্তির রশিদে স্বাক্ষর করতে না চাইলে তিনি তা বাসায় বসে আমাকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে জোর পূর্বক আমার দ্বারা টাকা প্রাপ্তির রশিদে স্বাক্ষর করিয়ে নেন। বিষয়টি আমি আমার বিদ্যালয়ের সহকারি শিক্ষিকদের জানাই। এ বিষয় সম্পর্কে জানতে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নজরুল ইসলামের মুঠোফোন (০১৭১১০৪৪২৫৫) নম্বরে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।