৩ হাজার ৬৫০ দিন পর সিলেটে জনসভায় বক্তৃতা করছি: সুলতান মনসুর

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেটে
নিজেদের প্রথম জনসভায় দিয়েই
রাজনীতিতে আলোচনার
কেন্দ্রবিন্দুতে এখন জাতীয় ঐক্যফ্রন্ট।
বুধবার সিলেটে অনুষ্ঠিত জনসভায় বিপুল
সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা
হয়েছে। ফ্রন্টের নেতাকর্মীদের দাবি
সরকারের বাধা না থাকলে আরোও
মানুষ উপস্থিত হতো জনসভায়।
জনসভায় জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম
নেতা এবং এ জোটের সিলেট
সমাবেশের সমন্বয়ক সুলতান মোহাম্মদ
মনসুর আহমদের দেয়া বক্তব্যে তিনি ১০
বছরের আক্ষেপ তুলে ধরেছেন।
তিনি তার বক্তব্যে বললেন- ‘আজ ১০ বছর
পর দশ বছর পর, ৩ হাজার ৬৫০ দিন পর, ৮৫
হাজার ৬০০ ঘন্টা পর আজকে আমি সকল
বাধা পেরিয়ে সিলেটের মাটিতে
কোন জনসভায় বক্তব্য রাখছি।’
২০০৮ সালের পূর্ব পর্যন্ত আমার দীর্ঘ
রাজনৈতিক ক্যারিয়ারে এমন দিন নেই
যে বঙ্গবন্ধুর পক্ষে কথা আমি বলিনি।
আমার সেই রাজনৈতিক দিন কেড়ে
নেয়ার চেষ্টা করা হয়েছে। কারা
কেড়ে নিয়েছে সেটি আপনারা সবাই
জানেন।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও
বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক
চৌধুরীর সভাপতিত্বে বিশাল এই
জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল
হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য
দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরিচালনা করেন জেলা বিএনপি নেতা
আলী আহমদ ও মহানগর বিএনপি নেতা
আজমল বখত সাদেক।