পিরোজপুরে তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী মামলার আসামী ইয়াবা সহ গ্রেফতার,

নিজেস্ব প্রতিনিধি:: সুমন খান
পিরোজপুরে জেলার তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী ও বিশেষ গোপন তর্থে অভিযান চালিয়ে। পুলিশ সুপার পিরোজপুর জনাব হায়াতুল ইসলাম খান স্যারের নির্দেশে ডিবি পিরোজপুরে কর্মরত এসআই মোঃদেলোয়ার হোসাইন জসিম, এএসআই ওলিউল্লাহ, রিয়াজ ,মশিউর ,নাসির সহ অদ্য ২২।০৮।১৯ তাং বিকাল ৪.৩৫ ঘটিকায় পিরোজপুর সদরে কুমারখালী এলাকায় অভিযান চালিয়ে অত জেলার পেশাদার মাদক ব্যবসায়ী ইমাম আলী খান (৩৪) পিঃ মৃঃ সেকান্দার আলি সাং কুমারখালী থানা ও জেলা পিরোজপুরে ১০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেন । আসামী বিরুদ্ধে তিনটি মাদক আইনে মামলা আছে।
আসামির বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়।