শোক সংবাদঃ গৃহায়ন ও গণপূর্ত ভবন মন্ত্রনালয়ের কর্মকর্তা আবুল কাশেম হাজারী(৬৫)আর নেই

(দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি//
কুমিল্লা দেবীদ্বার পৌর চাপানগর হাজারী বাড়ির গৃহায়ন ও গণপূর্ত ভবন(পি ডব্লিউ ডি)মন্ত্রনালয়ের কর্মকর্তা আবুল কাশেম হাজারী(৬৫)আজ বুধবার সকাল ৮ ঘটিকায় ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহে রাজিউন।
পারিবারিক সৃত্রে জানা যায় তিনি কয়েক মাস যাবত ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।মৃত্যুকালে তিনি ৩ছেলে ১মেয়ে ও তার সহধর্মিণী স্ত্রীকে রেখে যান।মরহুমার ১ম জানাযা নামাজ দুপুর১২টায় ঢাকা আগারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে২য় জানাযা বাদ আসর নিজ গ্রামের বাড়ি চাপানগর কেন্দ্রীয় ঈদ গাঁ ময়দানে অনুষ্ঠিত হয়।পরে তার নিজ পারিবারিক কবর স্থানে দাফন শেষ উপস্থিতি লোকজন রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
অন্য দিকে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের একজন নিয়মিত পত্রিকা পাঠক ফতেহাবাদ গ্রামের অধিবাসী চাপানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃমনিরুজ্জাম মনির(৬০)গতকাল মঙ্গলবার রাত ৮টায় হঠাৎ হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।আজ বুধবার দুপুরে তার জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।