বরিশাল ২ আসনে এমপি শাহে আলম মাছে ভাতে বাঙালির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনা হবে

বরিশাল : বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেছেন মাছে-ভাতে বাঙালির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। আর এর জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মৎস্য খাতের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন।
সোমবার সকালে বানারীপাড়া উপজেলা পরিষদ পুকুর ও সন্ধ্যা নদীতে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্তকরণকালে তিনি প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আবু সাঈদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, ওসি খলিলুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন, প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, আওয়ামী লীগ নেতা ডা, খোরশেদ আলম সেলিম ও শামসুল আলম মল্লিক, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সহসভাপতি কে এম শফিকুল আলম জুয়েল ও প্রভাষক মামুন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুন্তাকিম লস্কর কায়েস ও সুমম রায় সুমন,যুবলীগ নেতা স্বপন মাঝি,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক জাহিদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ।
এদিকে দুপুরে সংসদ সদস্য মো. শাহে আলম উপজেলার উদয়কাঠি ইউনিয়নে সন্ধ্যা নদীর শাখা নদীতে মাছের পোনা অবমুক্ত করেন