মাধবপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা খুন

হবিগঞ্জের মাধবপুরে মারপিটের কবল থেকে ছেলেকে উদ্ধার করতে গিয়ে সুজিত রেলি (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি উপজেলার নয়াপাড়া চা বাগানের মৃত টুরু রেলির ছেলে।
সোমবার সকাল ৭টার দিকে নয়াপাড়া চা বাগানে এ ঘটনা ঘটে।
নিহত সুজিতের পুত্রবধূ সুষমা রেলি জানান, সুজিতের ভাই বুদু রেলি সোমবার সকালে পারিবারিক বিষয় নিয়ে সুজিতের মেয়েদের গালিগালাজ করে মারতে উদ্যত হয়।
এ সময় সুজিত রেলি ও তার ছেলে ধনু রেলি বাধা দিলে এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়।
একপর্যায়ে বুদু রেলির পক্ষ নিয়ে তার চাচাতো ভাই হেলাল ও সেলিম রেলি অতর্কিতভাবে সুজিত রেলির বাড়িতে আক্রমণ চালিয়ে সুজিত রেলি ও তার ছেলে ধনু রেলিকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন।
স্থানীয় লোকজন সুজিত রেলি ও ধনু রেলিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজিত রেলিকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।