হালালা বিবাহ লজ্জাজনক ও অগ্রহণযোগ্য: দারুল উলুম দেওবন্দ

নিজস্ব প্রতিবেদক:
দারুল উলুম দেওবন্দ-এর পক্ষ থেকে একটি
ফতোয়া জারি করা হয়েছে। যে
ফাতোয়ায় বলা হয়েছে, অ্যারেঞ্জড
হালালা বিবাহ ইসলামিক নয় এবং তা
ইসলামী আইন অনুযায়ী লজ্জাজনক ও
অগ্রহণযোগ্য।
মুজাফফরনগরের এক স্থানীয় ব্যক্তি
মোহাম্মদ উসমান হালালার বিষয়ে প্রশ্ন
তুলে দারুল উলুমের দ্বারস্থ হয়েছিলেন।
জবাবে দারুল উলুমের মুফতিদের একটি
বেঞ্চ জানায়, ‘তালাকের মামলায় কিছু
মানুষ আগে থেকেই ঠিক করে রাখেন যে,
একজন মহিলাকে নিজের প্রথম স্বামীর
সঙ্গে দ্বিতীয়বার বিয়ে দেওয়ার জন্য
আগে অন্য কোনো পুরুষের সঙ্গে বিয়ে
দিতে হবে। এই পন্থা সম্পূর্ণ ইসলাম বিরুদ্ধ
কাজ।’
উল্লেখ্য, অ্যারেঞ্জড হালালা বিবাহ
হলো, স্ত্রীকে কোনো কারণে তালাক
দেয়ার পর তাকে আবার ফিরিয়ে আনার
ইচ্ছে জাগলে অনেকেই চুক্তিতে কারও
সঙ্গে প্রথমে তার বিয়ে দেন এবং তাকে
বলা হয় তুমি কয়েকদিন পর তাকে তালাক
দেবে। ওই ব্যক্তি তালাক দিলে ফের
আগের স্বামী তাকে বিয়ে করে।
ইসলামের আইন অনুযায়ী স্ত্রীকে যদি
কোনো স্বামী তালাক দেয় এবং আবারও
তাকে বিয়ের ইচ্ছে জাগে তাহলে
সরাসরি তাকে বিয়ে করা জায়েজ নেই
যতক্ষণ না অন্য কেউ তাকে বিয়ে করে
এবং তালাক দেয়।
কিন্তু সমাজের অনেক মানুষ ইসলামের এ
আইন অনুসরণ করতে গিয়ে চুক্তিভিত্তিক
কারো কাছে বিয়ে দেন। যা জায়েজ
তরিকা নয়।
বিয়ের আগে যেসব খাবার খাওয়া যাবে
না