ওসমানীনগরে আল্লাহ কে নিয়ে কুটুক্তি করে ফেইসবুকে ভিডিও আপলোড; দু:খ প্রকাশ।

ওসমানিনগর (সিলেট)প্রতিনিধি:
সিলেটের ওসমানিনগরে (১৯অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে
ইসলাম ধর্ম ও আল্লাহ কে নিয়ে আপত্তিকর ভিডিও আপলোড করে সঞ্জীব দাশ মিটু নামের একটি আইডি থেকে এনিয়ে স্থানীয় তৌহীদি জনতার মনে ক্ষোভ সৃষ্টি হয়, তবে আইডির মালিক উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাম্নন গ্রামের মৃত সমর দাশের ছেলে সঞ্জীব দাশ মিটু অস্বীকার করে তার ফেইসবুক বুকে স্টেটাস দেন, তার আইডিটি হ্যাক হয়েছিল,হ্যাকার নাকি মোটা অংকের টাকা দাবি করেছিল,দিতে অস্বীকৃতি জানালে আইডিটি হ্যাক হয়ে যায় পরে উদ্দার করে আনি।
সঞ্জীব দাস মিটু বলেন,
সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে
ধর্মীয় উসকানিমূলক, ব্যাঙ্গাত্মক ও
আপত্তিকর ছবি এবং মন্তব্য পোস্ট করে ভাইরাল করে
সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত
করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার
অপচেষ্টায় আমাকে ব্যাবহার করেছে। আমি সবার কাছে দু:খ প্রকাশ করছি।
এ ধরনের কাজ করা আইনত দণ্ডনীয় অপরাধ।
এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য
সবাইকে অনুরোধ
করছি।
একইসঙ্গে জনগণকে কোনো ধরনের গুজবে
বিভ্রান্ত না হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি
বজায় রাখার জন্যও আহ্বান জানিয়েছে সঞ্জীব দাশ মিটু।
ভিডিও https://t.co/UrEWYreuIn
উল্লেখ্য,মিটু গংদের বিরুদ্ধে অভিযোগ উঠে ইসলাম ধর্মে আঘাত করে ফেইসবুকে ভিডিও পোস্ট করেন মিটু এতে স্থানীয় তৌহীদি জনতা ক্ষোভ প্রকাশ করে ক্ষমা চাইতে বলেন।