বালাগঞ্জে কুস্টরোগে আক্রান্ত আং রউফ বাচঁতে চায়।

বালাগঞ্জ (সিলেট)প্রতিনিধি:
হাজি আং রউফ , তিনি
সিলেটের বালাগঞ্জ উপজেলাধীন ২নং বোয়ালজুর ইউনিয়নের ৬নং ওর্য়াডের বাসিন্দা।
মরনঘাতি কুস্ট রোগে অক্রান্ত হয়ে এখন বিছানায় বয়োবৃদ্ধ আ:রুউফ।
তার শারীরিক অবস্থা খুবই
শোচনীয়, ডান পা আক্রান্ত হয়ে পচন ধরেছে। গত ছয় মাস যাবৎ চলাফেরা বন্দ,
ডাক্তার জানিয়েছে
রউফ কে বাঁচাতে হলে অতি দ্রুত
অপারেশন করতে, এতে খরচ হবে প্রচুর পরিমাণ টাকা।
দরিদ্র পরিবারের পক্ষে এত বিপুল পরিমান টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না।
আং রউফকে বাচাঁতে তার স্ত্রী সমাজের বিত্তশালী
মানুষদের কাছে সাহায্যের হাত
বাড়িয়েছেন।
২নং বোয়ালজুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুন নুর (নুরমিয়া)
আং রউফকে দেখতে গিয়ে বলেন তার ছেলে যুক্তরাজ্য প্রবাসী মাসুম আলির সাথে যোগাযোগ করে চিকিৎসায় যথেষ্ট পরিমাণ সহায়তা করবেন,
২নং বোয়ালজুর
ইউনিয়ন পরিষদের ৬নং ওর্য়াডের বর্তমান সদস্য মজনু মিয়া বলেন আং রুউফের পরিবারের সাথে তার চিকিৎসা নিয়ে কথা বলেছি ও সার্বিক সহযোগীতা করব।
এসময় উপস্থিত ছিলেন,
সাংবাদিক কবির আহমদ,সংবাদ কর্মী আতাউর রহমান কাওছার, ও যুব নেতা রাজু আহমদ।
সকলের সহযোগীতা বাঁচাতে
পারে রুউফ’র জীবন। হয়তো সুস্থ হয়ে আবারো ফিরতে পারে পরিবারের কাছে ।
আপনার সহযোগীতায় একটি পরিবারের মুখে হাসি ফুটতে পারে।
বর্তমানে তিনি বনাজী/কবিরাজি ঔষদে চিকিৎসানিচ্ছেন, তার স্ত্রী বলেন তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যাবস্তায় আছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা,
আব্দুর রউফ
মোবাইল নং-০১৭৭০২৭৮২৫১
অথবা মজনু মিয়া মেম্বার
মোবা: ০১৭১৯০১২২১৫