তাহাজ্জুতের নামাজ পড়ে অাল্লাহর কাছে বিচার চেয়েছিলাম: বাবর

স্টাফ রিপোর্টার:
২১ অাগস্ট হামলার রায়ের পর অাদালতে
দাঁড়িয়ে বিএনপির সাবেক স্বরাষ্ট্র
প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন,
তাহাজ্জুতের নামাজ পড়ে অাল্লাহর
কাছে ২১ অাগস্ট হামলার বিচার
চেয়েছিলাম। এটা একটা ঘৃণ্য অপরাধ। এর
সঠিক বিচার চেয়েছিলাম।
তিনি বলেন, অামি এই হামলায় জড়িত না।
মিথ্যা মামলায় অামাকে সাজা দেওয়া
হয়েছে। এটা রাজনৈতিক।
বুধবার ১০ অক্টোবর দুপুরে ২১ আগস্ট
গ্রেনেড হামলা মালার রায় ঘোষণার
প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
হামলায় জড়িত থাকার দায়ে সাবেক
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর
ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুসহ ২০
জনের মৃত্যুদণ্ড এবং তারেক রহমানসহ ১৭
জনের যাবজ্জীবন কারাদণ্ড দিযেছৈ
আদালাত।
বাবর আরও বলেন, হামলার ঘটনায় তারেক
জিয়া ও খালেদা জিয়ার জড়িত বিষয়ে
স্বীকারোক্তি না দেওয়ায় অামাকে
রাজনৈতিক উদ্দেশ্য সাজা দেওয়া
হয়েছে। অামি অাল্লাহর কাছে বিচার
দিলাম। অামি জড়িত কি-না অাল্লাহ
জানেন।
বুধবার (১০ অক্টোবর) পুরান ঢাকার
নাজিমউদ্দিন রোডে স্থাপিত ঢাকার ১
নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক
শাহেদ নূরউদ্দিন এ রায় ঘোষণা করেন।
উল্লেখ্য, এক যুগ আগে ২০০৪ সালের ২১
আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী
লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা
ঘটে। ওই হামলায় আওয়ামী লীগ
সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গুরুতর আহত হন। মহিলা আওয়ামী লীগ
সভানেত্রী আইভি রহমানসহ নিহত হন ২৪
জন। আহত হন আরো কয়েকশ নেতাকর্মী।