বিয়ানীবাজারে মাছ বিক্রি করলে ৫০ হাজার টাকা জরিমানা!

বিয়ানীবাজার প্রতিনিধি:
সিলেটের বিয়ানীবাজারের আব্দুল্লাহপুরে নতুন
মাছ বাজারের উদ্বোধন করা হয়েছে।
পৌরসভার কিচেন মার্কেটে
চাহিদামত স্থান বরাদ্দ না পেয়ে আজ
শনিবার আব্দুল্লাহপুরের ‘হাজী রসিম
উদ্দিন মার্কেট’-এ এই নতুন মাছ বাজার
চালু করা হয়। এদিকে, মৎস ব্যবসায়ী
নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন-কোন মাছ
ব্যবসায়ী পৌর শহরে বাড়ি বাড়ি
গিয়ে মাছ বিক্রি করলে তাকে ৫০
হাজার টাকা জরিমানা করা হবে।
কুড়ারবাজার ইউনিয়ন চেয়ারম্যান আবু
তাহেরের সভাপতিত্বে মাছ বাজার
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন সিলেট সদর ইউনিয়ন মৎস্য
সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর
আলম। বিশেষ অতিথি ছিলেন
আওয়ামী লীগ নেতা ছরওয়ার হোসেন,
বিএনপি নেতা ফয়সল চৌধুরী, জেলা
পরিষদ সদস্য নজরুল হোসেন, সাবেক
চেয়ারম্যান শরিফ উদ্দিন, চেয়ারম্যান
মামুনুর রশিদ, গৌছউদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর
আলম বলেন, পৌরসভার দায়িত্বশীলরা
সঠিক সমাধান না দিয়ে উল্টো
আমাদের সাথে প্রতারণা করেছেন।
তিনি মাছ বাজার ব্যতিত অন্য কোন
জায়গায় মাছ বিক্রি না করতে সবার
প্রতি আহবান জানায়ে বলেন, কেউ
বাড়ি বাড়ি গিয়ে মাছ বিক্রি করলে
তাকে ৫০ হাজার টাকা জরিমানা
দিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ছরওয়ার
হোসেন বলেন, বিষয়টি কিছুটা হলেও
জটিল হয়ে গেছে। আমি শিক্ষামন্ত্রী,
উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রসহ
দায়িত্বশীলদের সাথে আলোচনা করে
বিষয়টি সমাধানের চেষ্টা করবো।
বিশেষ অতিথি ফয়সল আহমদ চৌধুরী
বলেন, মৎস্যজীবীদের সকল ন্যায্য
অধিকার আদায়ে আমরা পাশে আছি।
কোন অন্যায় আচরণ আমরা মেনে নেব
না।
পরে অতিথিরা ফিতা কেটে ‘হাজী
রসিম উদ্দিন মার্কেট’ এর উদ্বোধন
করেন।