নভেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল

নিজস্ব প্রতিবেদক:
নভেম্বরের প্রথম সপ্তাহে একাদশ জাতীয়
সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে
ইসি। রেওয়াজ অনুযায়ী জাতির উদ্দেশে
প্রধান নির্বাচন কমিশনারের ভাষণের
মাধ্যমে তফসিল ঘোষণার কথা।
রাজনৈতিক হিসাব নিকাশের সমাধান
কিংবা একাদশ জাতীয় সংসদ
নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ সব কিছুর
ফয়সালা হবে এই অক্টোবরে। হিসাব
অনুযায়ী ৩০ অক্টোবর নির্বাচনী
কাউন্টডাউন শুরু করবে নির্বাচন কমিশন।
তফসিল ঘোষণার দিন থেকে ভোটের দিন
পর্যন্ত সর্বোচ্চ ৪৫ দিন হাতে রাখতে হবে
ইসিকে।
ডিসেম্বরের শেষ দিকে জাতীয় সংসদ
নির্বাচন করতেহলে নভেম্বরের শুরুর
দিকেই ঘোষণা করতে হবে তফসিল।
তফসিল ঘোষণার দিন ঠিক করতে মধ্য
অক্টোবরে বৈঠকে বসছে নির্বাচন
কমিশন।
সংসদ বহাল রেখে নির্বাচন হলেও ইসির
কাছে গুরুত্ব পাবেনা যে কে সংসদে আছে
আর কে নেই। নির্বাচনী আইনের শতভাগ
প্রয়োগে এরই মধ্যে কর্মকর্তাদের
প্রশিক্ষণ দিচ্ছে ইসি।
সংসদের আগামী অধিবেশনে আইন পাশ
না হলে জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম
ব্যবহারের পাইলট প্রকল্প বাস্তবায়ন সম্ভব
হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন
সচিবালয়।