ইন্দুরকানীতে সাংবাদিকের উপর হামলা

জালিস মাহমুদ, পিরোজপুর জেলা প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে কর্মরত এক সাংবাদিকের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে দশটায় উপজেলার ইন্দুরকানী বাজারে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক নাছরুল্লাহ আল কাফী দৈনিক মানবকন্ঠ ও বার্তা বাজার পত্রিকার ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।
জানা যায়, ইন্দুরকানী উপজেলা সদরের ঔষুধ ব্যবসায়ী সিরাজুল ও সাংবাদিক নাছরুল্লাহ’র পাঁচশত টাকা পাওনা নিয়ে কথার কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত ঔষুধ ব্যবসায়ী সিরাজুল ও তার ভাই মিরাজুলসহ ৩ থেকে ৪ জন একত্রিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাংবাদিক নাছরুল্লাহ আল কাফী’র উপর আক্রমণ করেন।এতে নাসরুল্লাহ আল কাফী’র শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত সাংবাদিক নাছরুল্লাহ আল কাফী বলেন, রাতে একজন আহত ব্যক্তিকে নিয়ে ওই ফার্মেসীতে ঔষুধ কিনতে যাই। তখন আমার স্ত্রীর কাছে ৫/৬ শত টাকা পাওয়া নিয়ে ঔষুধ ব্যবসায়ী মিরাজুল ও সিরাজুল আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে । এসময় ঘটনাটির ভিডিও ধারণ করতে গেলে তারা আমার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে মারধর করে।
অভিযুক্ত ঔষুধ ব্যবসায়ী সিরাজুল জানান, সাংবাদিক নাছরুল্লাহ আল কাফী তার স্ত্রীর কাছে সেলাই মেশিনের ৫ শত টাকা পাওয়া নিয়ে কথার কাটাকাটি হয়। পরে নাছরুল্লাহ আল কাফীকে কয়েকটি কিল ঘুষি দিই।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, সাংবাদিক নাছরুল্লাহ আল কাফীর উপর হামলার বিষয় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।