গহরপুর রিকসা শ্রমিক সমিতির দ্বি বার্ষিক নির্বাচন সম্পন্ন

এম এ কাদির,বালাগঞ্জ ঃ
বালাগঞ্জ গহরপুর রিকসা শ্রমিক সমিতির দ্বি বার্ষিক নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারী) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মাদরাসা বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে ব্যালেটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়।
নির্বাচনে সভাপতি পদে মোঃ নেছাওর আলী সাধারণ সম্পাদক পদে আব্দুছ সালাম কোষাধ্যক্ষ পদে হুসেন আহমদ হুশিয়ার বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী ছিলেন ২ জন আব্দুল মালেক (ঘুড়ি) প্রতীকে ১৩০ ভোট পেয়ে নির্বাচি হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী
আশিক মিয়া ( বাইসাইকেল) পেয়েছেন ৪১ ভোট
মেম্বার পদে প্রার্থী ছিলেন ৬ জন
মোঃ রফিক আলী (ফুটবল) ১০৮ ভোট
জাহেদ মিয়া (টেবিল ফ্যান) ১০০ ভোট
জাহান মিয়া (হেলিকপ্টার) ৮৯ ভোট পেয়ে সদস্য পদে এই ৩ জন নির্বাচিত হয়েছেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী মানিক মিয়া (মাছ) ৫৬ ভোট
শাহ দুলাল (আপেল) ৩১ ভোট
মোঃ ছালা মিয়া ( মই) ৬০ ভোট পেয়েছেন।
সমিতির মোট ভোটার সংখ্যা ২৪৫ কাষ্টিং ভোট ১৭৩।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সমিতির উপদেষ্টা এস আলম ও ময়নুল ইসলাম সালেহ উপদেষ্টা কমিটির নেতৃবৃন্দ।