সড়কে প্রাণ গেলো বাস চালকসহ দু’জনের
কবির আহমদ, ওসমানীনগর:
সিলেটের ওসমানীনগরে পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাস চালকসহ দু’জন। আহত হয়েছেন আরও অন্তত ১২জন। যাদের সবাই বাসযাত্রী। বৃহস্পতিবার ভোর ৫টা ও সকাল ৭টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর চানপুর ও এওলাতৈল (কশেরতল) এলাকায় পৃথক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাস চালক জামাল মিয়া (৪৫) ও অজ্ঞাতনামা (৩০) এক যুবক।
আহত বাসযাত্রী ইকবাল আহমদ, আব্দুল কালাম, পনির মিয়াসহ কয়েকজনকে ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস, শেরপুর হাইওয়ে পুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ হতাহতের উদ্ধার করে এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করে।
জানাযায়, উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর চানপুর এলাকায় ভোর ৫টার দিকে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের খন্ডবিখন্ড লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হাসপাতাল মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে-সড়ক দুর্ঘটনায়ই তাঁর মৃতু্য হয়েছে।
অপরদিকে সকাল ৭টার দিকে এওলাতৈল (কশেরতল) নামক স্থানে সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জের একটি বাস (ঢাকা মেট্টো ব-১৪-২৯০৫) কশেরতল এলাকায় সিলেটগামী একটি প্রাইভেট কারকে ( ঢাকা মেট্টো গ-১১-২৭৭৫) একটি ট্রাক অভারটেক করার সময় ধাক্কা দিলে কারটি বাসের সামনে চলে আসে। এসময় প্রাইভেট কার ও বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এতে ১২জন আহত হন। গুরুতর জখম অবস্থায় বাস চালক জামাল মিয়াকে ওসমানী মেডকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন, পরিবহন নেতা শাহ নুরুর রহমান শানুর।
শেরপুর হাইওয়ে থানার এসআই কামরুল ইসলাম ও তামাবিল হাইওয়ে পুলিশের এসআই মাসুক মিয়া দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
কশেরতল এলাকার দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উৎস: দৈনিক শ্যামল সিলেট