ওসমানীনগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহন

বার্তা সম্পাদক ঃ মোঃ ছাদিকুর রহমান ( তানভীর) সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, ভাইস চেয়ারম্যান আনা মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম দায়িত্ব গ্রহন করেছেন। সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে নিজ নিজ কার্যালয়ে দ্বায়িত্ব গ্রহন করনে তারা। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে সৈজন্য স্বাক্ষাত করেন তারা।
এর আগে গত ১ ডিসেম্বর সিলেট বিভাগীয় কমিশনার ড.মোহাম্মদ মোশারফ হোসেন নিজ কার্যালয়ে নব নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান।
উল্লেখ্য, গত ২ নভেম্বর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহানারা বেগম নির্বাচিত হন।