আদমদীঘিতে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠপুত্র ও বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত ৫ আগষ্ট শুক্রবার বেলা ১০ টায় শেখ কামালের প্রতিকৃতিতে পুস্তস্তবক অর্পন শেষে আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাজিমুল হুদা খন্দকার, ওসি রেজাউল করিম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু, ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম প্রমূখ।
#