পঞ্চগড়ে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :পঞ্চগড় জেলা ছাত্রলীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতার পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৫ আগস্ট) সকালে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিকেল পযর্ন্ত গাছের চারা বিতরণ ও রোপণ শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুঠিত হয়। এরপর এক আলোচনা সভায় পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো: নোমান হাসান সহ বক্তারা এসময় , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন। দেশের জন্য বঙ্গবন্ধুর পাশাপাশি তাঁর পরিবারের প্রতিটি সদস্যদের ভূমিকা অনস্বীকার্য বলে আখ্যা দিয়ে বক্তারা সমাজের প্রতিটি মানুষের জীবনে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যের আর্দশকে আকড়ে ধরে বঙ্গবন্ধুর স্বপ্নে দেখা লাল সবুজের বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান।