কয়রার আমাদী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধ

গাজী নজরুল ইসলামঃ
খুলনার কয়রার আমাদী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পূর্বের ভবন পরিত্যাক্ত ও ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় আজ ৪ঠা আগস্ট বৃহস্পতিবার বেলা ১২ঃ০০ ঘটিকায় আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েলের সভাপতিত্বে আমাদী বাজারস্থ হাসিনা মার্কেটের ২য় তলায় ভবণে পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কাজী মোস্তাইন বিল্লাহ, কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম,কয়রা উপজেলা ন্যাশনার প্রেস সোসাইটি (এনপিএস), গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার সভাপতি গাজী নজরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে জিয়াউর রহমান জুয়েল পরিষদের চলমান বিভিন্ন উন্নায়ন কার্যক্রমের চিত্র তুলে ধরে বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানান এবং উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন আমাদী। আর এই ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবি পরিষদকে স্থায়ী কর্যালয়ে রুপদান করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
উদ্ভোদনী অনুষ্ঠান শেষে আমাদী ইউনিয়ন পরিষদের পক্ষ হতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় অস্থায়ী কর্যালয়ের ভবনের মালিক সাবেক ইউপি সদস্য হাসিনা পারভীন, ইউনিয়নর পরিষদ সচিব মোঃ নুর আলম, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদোক্তা মোঃ সজল, টুটুল, ২নং ওয়ার্ড ইউপি সদস্য আঃ আজিজ সরদার ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আইবুর রহমান সানা, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মইনুল ইসলাম লিটন, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য হাসানুর রহমান, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মেঃ মামুন সানা সহ ইউপি পরিষদের সকল সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও এলাকার সুশীল শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।