দেওয়ানগঞ্জে জাতীয় শোক দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ মোস্তাইন বিল্লাহ,দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ আগষ্ট বুধবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে এ প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) অহনা জিন্নাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিপি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজনীন বেগম, চিকাজানি ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম আক্কাছ, জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হালিম, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম (জিয়া) পাররামরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া (জেকে) সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মসজিদের ইমাম, এনজিও কর্মকর্তা, সুশিল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীবৃন্দ।