আদমদীঘি উপজেলা চেয়ারম্যন রাজুর মায়ের দাফন সম্পন্ন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুর মা মরহুমা আলহাজ¦ সেলিনা খানের দাফন সম্পন্ন হয়েছে। গত ২ আগষ্ট মঙ্গলবার বেলা ১১ টায় আদমদীঘি রহিম উদ্দীর ডিগ্রী কলেজ মাঠে আদমদীঘি ফয়জীয়া ছুন্নাহ কওমী মাদরাসার পরিচালক মুফতি হাফেজ মাও: ইব্রাহিম হোসেনের ইমামতিতে মরহুমার নামাজে জানাজা শেষে ডহরপুর গ্রামে পারিবারিক গোড়স্থানে স্বামীর পাশে মরহুমা সেলিনা খানকে চির নিদ্রায় শায়িত করা হয়েছে। তার নামাজে জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মি, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী, উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ শরীক হন। উল্লেখ্য : গত ১ আগষ্ট সোমবার ভোর ৫ টা ৪০ মিনিটে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
#