আদমদীঘি উপজেলা চেয়ারম্যান রাজু‘র মা’র সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু‘র মা গুরুতর অসুস্থ সেলিনা বেগম খানের সুস্থ্যতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
গত রোববার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সেলিনা বেগম খানের আশু সুস্থ্যতা কামনা করে এই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন । অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, সকল ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক বৃন্দ এই দোয়া ও মোনাজাতে অংশ গ্রহন করেন।