কয়রায় বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনের মৃত্যু

গাজী নজরুল ইসলাম, জেলা প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের নাকশা গ্রামের মৃত্যু- নুর আলী সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, ৩০ জুলাই শনিবার তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। পারিবারিক সূত্রে জানা যায় বেশ কয়েক মাস আগে অসুস্থ হলে পরীক্ষা নিরীক্ষণে জানা যায় তিনি এস্টমার্ক ক্যান্সারে আক্রান্ত হয়েছে, বিভিন্ন রকম চিকিৎসায় অবস্থার অবনতি হতে দেখে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিয়ে আসছিল। তারপরেও চিকিৎসায়, শারিরীক অবস্থা আরও অবনতি হওয়ায়, চিকিৎসকের পরামর্শে বাড়তি নিয়ে আসলে শনিবার রাত আনুমানিক ৮.৫ মিনিটে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর, তিনি তার স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। ৩১ জুলাই রবিবার জোহর বাদ জানাজা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কয়রা পাইকগাছার এমপি আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। কয়রা থানা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট কেরামত আলী সহ সকল মুক্তিযোদ্ধা পরিবার।এছাড়া আরও গভীর সমবেদনা জানিয়েছেন, কয়রা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আমাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জিয়াউর রহমান জুয়েল। এসময় পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন, মরহুমের একমাত্র পুত্র সাইদুল ইসলাম সরদার।