জেলা পরিষদ সাবেক সদস্য লোকন মিয়ার বাড়ি থেকে দুটি বিষধর সাপ ধরলেন স্বর্পরাজ ইব্রাহিম আলী

এম এ কাদির, বালাগঞ্জ ঃ
সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ লোকন মিয়ার বাড়ি থেকে দুটি বিষধর সাপ ধরেছেন স্বর্পরাজ ইব্রাহিম আলী।জানাযায় বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের খাঁ পুর গ্রামে জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ লোকন মিয়ার বাড়িতে বিষধর সাপের উৎপাত আঁচ করে আতংকিত হয়ে পড়েন বাড়ির লোকজন।খবর করা হয় স্বর্পরাজ ইব্রাহিম আলীকে তিনি মঙ্গলবার (২৬ জুলাই ) সকাল ১১ টায় উক্ত বাড়িতে এসে তাহার সঙ্গীদের নিয়ে বিম আলদ ও গাছুয়া আলদ জাতের দুটি বিষধর সাপ ধরতে সক্ষম হন। সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ লোকন মিয়া জানান সাপের উপদ্রব আঁচ করার পর স্বর্পরাজ ইব্রাহিম আলীর সাথে যোগাযোগ করি তিনি এসে দুটি বিষধর সাপ ধরেন।