গলাচিপায় পূর্ণিমার জোয়ারে নদীর পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে ফেরিঘাট,পল্টুনসহ সংযোগ সড়ক।

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ঃপটুয়াখালীর গলাচিপা উপজেলার রামনাবাদ নদীর জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ডুবে গেছে স্থানীয় ফেরিঘাট ও পল্টুনসহ সংযোগ সড়ক। এতে ফেরির দুই পাড়ে শুক্রবার সকাল থেকে শতাধিক যানবাহন আটকে পড়েছে। ফেরি পারাপার হতে না পেরে একদিকে যেমন জনদুর্ভোগ বেড়েছে, তেমনি এম্বুলেন্সসহ ট্রাক নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। ঢাকাগামী বাসের যাত্রীরাও পোহাচ্ছেন দুর্ভোগ। এছাড়া জোয়ারের পানিতে বেড়িবাঁধের বাইরে বিস্তীর্ণ এলাকা তিন থেকে চার ফুট পানির নিচে তলিয়ে গেছে। এতে আমন বীজতলার কিছুটা ক্ষতি হয়েছে। গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ আরজু আক্তার জানান, জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত চাষীদের আর্থিকসহ অন্যান্যভাবে সহায়তা করার জন্য তালিকা তৈরি করা হচ্ছে।পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, মূলত পূর্ণিমার কারনেই নদ-নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই অবস্থা আরও দুই তিনদিন থাকতে পারে। #