পঞ্চগড়ে ছাত্রলীগের উদ্যোগে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :পঞ্চগড়ে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে ৩ নং পঞ্চগড় সদর ইউনিয়ন ছাত্রলীগ। রক্তিম পঞ্চগড় এর সহযোগিতায় দ্বারিকামারী ৩ নং প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সোমবার ( ৪ জুলাই )। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের এ ক্যাম্পেইনটি চলে। কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের প্রায় ২ শতাধিক নারী, পুরুষ এর রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদান বিষয়ক সচেতনতা বিবৃতি প্রদান করা হয়।রক্তিম পঞ্চগড়ের সহযোগিতায় ক্যাম্পেইনটি আয়োজন করেন ০৩ নং সদর ইউনিয়ন ছাত্রলীগ,পঞ্চগড়। এসময় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ,পঞ্চগড় জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব আবু মোঃ নোমান হাসান।উক্ত কর্মসূচীর সভাপতিত্ব করেন মোঃ একরামুল প্রধান উজ্জ্বল,সহ-সভাপতি,বাংলাদেশ ছাত্রলীগ,পঞ্চগড় জেলা শাখা। এসময় আরো উপস্থিত ছিলেনবাংলাদেশ ছাত্রলীগ,পঞ্চগড় জেলা শাখার নেতৃবৃন্দ মোঃ জাহিদ হাসান জনি, মোঃ সোহেল রানা সহ জেলা,উপজেলা,ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।এসময় আবু মোঃ নোমান হাসান বলেন,বাংলাদেশ ছাত্রলীগ জন্মলগ্ন থেকেই মা,মাটি,মানুষের প্রতিটি ক্রান্তিলগ্নে সদা অগ্রনী ভুমিকা পালন করে আসছে।আজকের এ রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচির মাধ্যমে এ জনপদের সাধারন মানুষদের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে ও তাদেরকে রক্তদানে উৎসাহিত করার মাধ্যমে আবারো প্রমান হলো যে,জননেত্রী শেখ হাসিনার ছাত্রলীগ,আপামর জনতার পাশে ছিলো,আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।