অসুস্থ থেকেও বন্যার্তদের মাঝে শুকনা খাবার ও ত্রাণ নিয়ে ছুটে চলেছেন আব্দুল মালেক

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :বন্যায় ভাসছে জনপদ, ভাসছে মানুষ। পানি থৈ থৈ চারদিকে। পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার রাস্তা ও বাসা বাড়িতে কোমর সমান পানি। এতে শিশু,বৃদ্ধ, নারী পুরুষ ও গবাদি পুশু সহ পরছে বিপাকে । এমন সময় কোমর সমান পানিতে, এবং মোশল ধারে বৃষ্টিতে ভিজে শুকনো খাবার আর পানি দিচ্ছেন দেবিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী। অনেকের হাতে কাজ নেই, ঘরে খাবার নেই, বিশুদ্ধ পানিরও সংকট দেখা দিয়েছে-এক কথায় নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ। সেই সময় মোশল ধারে বৃষ্টি আর বিজলি চমকানোকে অপেক্ষা করে নিজ সখের বাড়ি থেকে যখন বেরুতেই মন চায় না, বের হলেই যেন শরীল শিউরে উঠে ,সেই বৃষ্টির মাঝে রুমে যখন একটু আরাম হয়। তখও সব আরাম ভুলে, পরিবারের মানুষদের আহার নিয়ে ভাবতে হয় গরিব দু:খী, অসহায় নীর্হ দিনমুজুর, শ্রমিক মানুষদের। বর্ষায় মৌসুমে তাদের একটি আরামের দুপুর অনেকগুলো মানুষের অনাহারের কারন হয়ে দাড়ায়। তাই এরকম চিন্তা তাদের কাছে দুরাশার। আমাদের একজন নেতা আছে যাকে নেতা না বলে জনগণের জন্য একজন আদর্শ মানুষ বলাটাই ঠিক হবে। যে দিনরাত এক করে মাঠে ময়দানে গরিব দু: খী দের খোজে ছুটে বেড়ান এক বেলা মানুষের মুখে আহার তুলে দিতে সে হচ্ছেন দেবিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী । এমনেই চিত্র দেখা গেছে দেবিগঞ্জ উপজেলা সহ পঞ্চগড় জেলায়। গত ২৪ ঘন্টায় সারা দেশের মধ্যে সর্বোচ্চ ১৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। তিনদিন ধরে টানা ভারী বৃষ্টিতে জেলা শহরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়া উত্তরের ভারত থেকে বয়ে আসা পাহাড়ি ঢলে জেলার মহানন্দা, করতোয়া, তালমা, ডাহুকসহ বিভিন্ন নদীর পানি বিপদ সীমা ছুঁইছুঁই করছে। নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বিভিন্ন গ্রাম তলিয়ে গেছে পানির নিচে। এতে চরম জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়। উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী বলেছেন, এলাকায় পানিবন্দি মানুষদের জন্য আমি নিজে গেয়ে শুকনো খাবার সহ ত্রাণের ব্যবস্থা করেছি । আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। পানিবন্দি ও দুঃস্থদের মাঝে চাহিদা অনুযায়ী ত্রাণ পৌঁছে দেওয়া হবে।