কয়রায় বন বিভাগের অভিযানে ২২ বস্তা শুঁটকি মাছ আটক।

মোক্তার হোসেন। কয়রা খুলনা প্রতিনিধি।৩০ জুন বৃহস্পতিবার।সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্ত কয়রা টহল ফাঁড়ির কালিবাড়ি এলাকার নদী থেকে অভিযান চালিয়ে ২২ বস্তা অবৈধ শুঁটকি মাছ সহ ২ টি নৌকা আটক করেছে বনবিভাগ।বনবিভাগ সুত্রঃ থেকে জানা গেছে আজ ১২ টার দিকে বানিয়াখালি স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডলের নেতৃত্বে অভিযান চালিয়ে এ সকল শুটকি মাছ সহ ২ টি নৌকা আটক করা হয়। এসময় বন বিভাগের অভিযান জানতে পেরে মাছ শিকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক হাসানুররহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।বনজ সম্পদ রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।