কে হচ্ছেন গোলাপগঞ্জের পৌর অবিভাবক?

গোলাপগঞ্জ প্রতিনিধি ::
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার
মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে
আগামীকাল বুধবার। জননন্দিত সাবেক
পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরীর
মৃত্যুতে শুন্য হওয়া মেয়র পদে কে
স্থলাভিষিক্ত হচ্ছেন এ নিয়ে অধীর
আগ্রহে অপেক্ষা করছেন পৌরবাসী।
গোলাপগঞ্জের যে কোন নির্বাচনে
প্রার্থীদের জয়-পরাজয়ের নির্ধারক
হিসেবে কাজ করে মূলত তরুণ, নারী আর
এলাকাভিত্তিক ভোট। তবে এর বাইরে
দলীয় ভোটের হিসেব-নিকাশকে
অনেকে মাথায় রাখছেন। বুধবার
অনুষ্ঠিত হতে যাওয়া উপনির্বাচনে
প্রতিদ্বন্দ্বি হিসেবে আছেন ৪ জন
মেয়র প্রার্থী।
এবারের নির্বাচনে আওয়ামী লীগের
নৌকা প্রতীকে প্রার্থী থাকলেও
বিএনপির ধানের শীষ প্রতীকে কোনো
প্রার্থী নেই। বিএনপি মনোনীত
প্রার্থী রাজু আহমদ চৌধুরীর
মনোনয়নপত্র বাছাইকালে বাতিল হয়ে
যায়। পৌরসভা নির্বাচনকে ঘিরে দেখা
দিয়েছে জটিল সমীকরণ। ৪ প্রার্থীই
বিজয় নিশ্চিত করতে নির্বাচনী শেষ
গণসংযোগ ও পথসভায় নিজেদের পক্ষের
লোক সমাগম দেখানোর চেষ্টা
করেছেন। তবে পৌর মেয়র হিসেবে কে
নির্বাচিত হবেন তাই জানতে অপেক্ষা
করতে হচ্ছে ভোটের দিন পর্যন্ত।
পৌরসভার ৯টি ওয়ার্ডের সব
এলাকাতেই রয়েছে প্রত্যেক প্রার্থীর
কর্মী-সমর্থক। আওয়ামী লীগ মনোনীত
নৌকা প্রতীকে লড়ছেন সাবেক মেয়র
উপজেলা আওয়ামী লীগের প্রচার
সম্পাদক জাকারিয়া আহমদ পাপলু।
তিনি বিগত পৌরসভা নির্বাচনে
পরাজিত হন স্বতন্ত্র প্রার্থী উপজেলা
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
মরহুম সিরাজুল জব্বার চৌধুরীর কাছে।
তাছাড়া গত নির্বাচনে তার কিছু
আলোচিত-সমালোচিত সিদ্ধান্তই
নৌকার ভরাডুবিতে ভূমিকা রেখেছিল
বলে অনেকে মনে করেন। এদিকে মেয়র
পদে আলোচনায় রয়েছেন গোলাপগঞ্জে
ছাত্রলীগের রাজনীতি থেকে ওঠে
আসা আরেক বর্তমান যুক্তরাজ্য
যুবলীগের যুগ্ম সম্পাদক স্বতন্ত্র প্রার্থী
আমিনুল ইসলাম রাবেল। এবার তিনি
প্রতিদ্বন্দ্বিতা করছেন জগ প্রতীক
নিয়ে। এ নিয়ে পরপর তিনবার স্বতন্ত্র
প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা
করছেন। সংশ্লিষ্টদের ধারণা, গেল
নির্বাচনে পঞ্চম স্থানে থাকলেও
এবার তিনি উল্লেখযোগ্য ভোটারদের
নজর কাড়তে সক্ষম হবেন।
মেয়র প্রার্থী হিসেবে নারিকেল গাছ
নিয়ে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা
করছেন সিলেট জেলা বিএনপির
সিনিয়র সহসভাপতি মহিউস সুন্নাহ
চৌধুরী নার্জিস। বিএনপির এ নেতা
প্রথমবারের মতো মেয়র পদে নির্বাচনে
অংশ নিলেও স্থানীয় পর্যায়ে তার
ব্যক্তিগত জনপ্রিয়তা রয়েছে। তাই
উপনির্বাচনে মেয়র হওয়ার দৌড়ে
অনেকেই এগিয়ে রাখছেন তাকে। দলীয়
প্রার্থী না থাকায় বিএনপি দলীয়
নেতা কর্মীর একটি অংশ কাজ করছে
তার পক্ষে। অন্যদিকে এবার
স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন গত
নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী
পৌর বিএনপির সাবেক সভাপতি
গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন।
গোলাপগঞ্জ বিএনপির অন্যতম এ নেতা
গত নির্বাচনে চতুর্থ স্থান অর্জন করলেও
মেয়র হওয়ার দৌড়ে পিছিয়ে নেই
তিনিও। পৌর এলাকার অনেকেই
গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন’র
মধ্যে দেখতে পাচ্ছেন আগামীর পৌর
মেয়র। তিনি তার বিভিন্ন গণসংযোগে
জয়ের ব্যাপারে আশাবাদের কথা ব্যক্ত
করেছেন। এমনকি তার ঘোষিত ইশতেহার
প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।
কেউ কেউ মনে করছেন, মূল লড়াই হতে
পারে স্বতন্ত্র প্রার্থী মহিউস সুন্নাহ
চৌধুরী নার্জিস (নারিকেল গাছ
প্রতীক) ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম
সম্পাদক স্বতন্ত্র প্রার্থী আমিনুল
ইসলাম রাবেল (জগ প্রতীক) এর মধ্যে।