কালিগঞ্জ এসপি উচ্চবিদ্যালয়ের পুরাতন টিন প্রকাশ্যে নিলামে বিক্রি

আবু সাঈদ পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার কালিগনজ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ের পুরাতন টিন আজ দুপুর ২ঘটিকার সময় প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়।অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে নিলামের ডাকার আয়োজন করা হয়।এসময় দর দাতাগনের মোট ছয়জন উপস্থিত ছিলেন ১,মতিউর রহমান,২,ওয়াহাব মিয়া,৩, আলিনুর,৪,শহিদ মিয়া,৫, ফারুক হোসেন ও মাস্টার মোঃ জুয়েল রানা।নিলামে দর দাতাগনের মধ্যে সর্বোচ্চ দরদাতা মাস্টার মোঃ জুয়েল রানার নিকট সমস্ত পুরাতন টিন বিক্রি করে দেওয়া হয়।পুরাতন টিন গুলো আবার দুই ভাগে মুল্য নির্ধারণ করে বিক্রি করা হয়। একদম ভাঙ্গাচুরা টিন ৪৯ টাকা কেজি এবং তুলনামূলক ভালো টিনের মুল্য ৭০ টাকা কেজি দরে সর্বোচ্চ দামে ক্রয় করেন জুয়েল মাস্টার। তার নিকটতম দরদাতা ছিলেন ওয়াহা মিয়া তিনি দাম বলেছিলেন ৪৮টাকা ও ৭০ টাকা কেজি।এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি বাবু সুবাস চন্দ্র রায়, প্রতিষ্ঠাতা সদস্য বাবু নেপাল চন্দ্র রায়, ইউপি সদস্য মশিউর রহমান ও বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকগন।