শান্তিগঞ্জে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কাজি সাদিকুর রহমান আতিক, শান্তিগঞ্জ প্রতিনিধি:শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কালাশাহ(৪৫)কে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ বোতল অফিসার চয়েস মদ উদ্ধার করা হয়। আটক কালাশাহ মামদপুর গ্রামের মৃত মকবুল আলীর ছেলে। মঙ্গুলবার (১০ মে) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তেতে শান্তিগঞ্জ থানা পুলিশের উপ-সহকারি পুলিশ পরিদর্শক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দিবাশ দাসের সহযোগিতায় থানা এলাকার মামদপুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী কালাশাহকে আটক করেন। এসময় মাকদক ব্যবসায়ী কালা শাহের শার্টের পকেট থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও বসত ঘর থেকে ৩ বোতল অফিসার চয়েস মদ উদ্ধার করা হয়। আটক মাদক ব্যসায়ী কালা শাহের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় মদকদ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইনের একাধিক মাদক মামলা রয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা যায়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, আটককৃত মাকদক ব্যবসায়ীকে ইয়াবা ও অফিসার চয়েস মদসহ আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে চালান দেয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।##