জবি ছাত্রদলের ৪ নেতা বহিষ্কার

জবি ক্যাম্পাস প্রতিনিধি :
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে
জড়িত থাকার অভিযোগে জগন্নাথ
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৪ নেতাকে
বহিষ্কার করেছে ছাত্রদলের কেন্দ্রীয়
সংসদ। মঙ্গলবার (২ অক্টোবর) ছাত্রদলের
দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার
পাটোয়ারী পাঠানো
প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কাররা হলেন- জবি ছাত্রদলের সহ-
সভাপতি মো. হুমায়ুন কবির, যুগ্ম-সাধারণ
সম্পাদক ওমর ফারুক কাওসার, মিলাদ
উদ্দিন ও সুজন মোল্লা।
বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত নেতাদের সাথে
ছাত্রদলের সকল পর্যায়ের
নেতাকর্মীদেরকে কোনো প্রকার
সাংগঠনিক যোগাযোগ না রাখতেও বলা
হয়েছ।
জবি ছাত্রদল একাধিক সূত্র
ডেইলি হিউম্যান রাইটস নিউজ২৪কে জানায়, বহিষ্কৃত সকলে
শিবিরের রাজনীতির সাথে জড়িত।
দীর্ঘদিন ধরে দলের মধ্যে অন্তঃকোন্দল
সৃষ্ট করে আসছে।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল
কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব
আহসান বলেন, ‘এই সময়ে যারা নিজেদের
মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা কখনই
ছাত্রদলের নেতা হতে পারে না।’