লৌহজংয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

ফৌজি হাসান খান রিকু,
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে সরকারি লৌহজং কলেজের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।আজ মঙ্গলবার সকাল ১১টায় সরকারি লৌহজং কলেজ প্রাঙ্গণে উপজেলা ছাত্রলীগের আয়োজনে ও আলহাজ নান্নু বেপারী ফাউন্ডেশনের অর্থায়নে দেড় শতাধিক মেধাবী ও অসচ্ছল
শিক্ষার্থীদের মাঝে এ বই বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। বই বিতরণ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনয় হাসান বেপারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, আলহাজ নান্নু বেপারী ফাউন্ডেশনের চেয়ারম্যান বিএম শোয়েব, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, সরকারি লৌহজং কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক প্রমুখ। #