দেবীগঞ্জে ভোক্তা অধিকার কতৃক কালীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমান

আবু সাঈদ পঞ্চগড় জেলা প্রতিনিধিঃআজ দুপুরে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার কালিগনজ বাজারে ভোক্তা অধিকার কতৃপক্ষ তিনটি প্রতিষ্ঠান কে সাত হাজার টাকা জরিমানা করেন।১৩ এপ্রিল ২০২২ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সহযোগিতায় পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এঁর নেতৃত্বে দেবিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজার এলাকায় পরিচালিত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনজনিত কারণে ০৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৭,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও ফলের দোকান, ভোজ্য তেলের দোকান, মাংস, মুরগির দোকান এবং কাচাবাজারসহ অন্যান্য পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়। বাজার তদারকিতে সহায়তা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর,দেবিগঞ্জ । বাজার তদারকিতে নিরাপত্তা দায়িত্ব পালন করেন পঞ্চগড় জেলা পুলিশ এর একটি টিম। এ সময় উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।