বগুড়ার আদমদীঘি উপজেলা যুবলীগ এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচি পালন

আজ ১৭ মার্চ ২০২২ তারিখ বিকাল ৫টায় বগুড়া আদমদীঘি উপজেলা যুবলীগের উদ্যোগে সংগঠনের সভাপতি শাহিনুর রহমান মন্টি এর সভাপতিত্বে আদমদীঘি সদর বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ কুদরত’ ই এলাহী কাজল।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান সহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে যুবলীগ কর্তৃক একটি বর্ণাঢ্য র্যালী আদমদীঘি উপজেলা সদর এলাকায় অনুষ্ঠিত হয়।
উক্ত স্থানে আলোচনা সভা শেষে একি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুঠিত হবে!
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আদমদীঘি উপজেলা যুবলীগ উক্ত কর্মসূচি পালন করেন।
আদমদীঘি উপজেলা যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচি মনিটরিং করা হয়!
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালনের সময় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্কতার সাথে দায়িত্ব পালনের জন্য পরামর্শ প্রদান করা যেতে পারে!