খেলেছি আমরা হৃদয় দিয়ে : মাশরাফী মোর্ত্তাজা

স্পোর্টস ডেস্ক: শেষ বল পর্যন্ত
লড়েছে বাংলাদেশ। শেষ ওভারে ৬ বলে
৬ রানের সমীকরণ শেষ বলে নিষ্প্রত্তি
করেছে ভারত। তুলে নিয়েছে সপ্তম
এশিয়া কাপ শিরোপা।
রানার্স-আপ পুরষ্কার তুলে নিতে গিয়ে
টাইগার অধিনায়ক জানান, ” হ্যাঁ, আমরা
আমাদের হৃদয় দিয়ে খেলেছি। আমরা
শেষ বল পর্যন্ত খেলেছি। আমাদের
বোলিং যদি দেখি আমরা ম্যাচ
জিতেছি ২৪০’র উপরে স্কোর করে।
কিন্তু আজ সেটা হয় নি।”
অধিনায়ক আরো বলেন, আমরা
ব্যাটসম্যানদের কাছ থেকে বেশি কিছু
পাই নি। কিন্তু বোলাররা তাদের কাজ
করেছে দারুণ ভাবে। কিন্তু ভারতও রান
তুলে নিয়েছে।
মুস্তাফিজের ৪৯তম ওভার করাটা জরুরি
ছিল। কারণ ভারতীয়রা প্রতি বলেই রান
নিচ্ছিল। স্পিনারদের নিয়ে শেষ মূর্হতে
ব্যাখা করার কিছু নেই।