ওসমানীনগরে নদির অবৈধ বাঁধ অপসারণ; ৩মণ কারেন্ট জাল জব্দ

ওসমানিনগর(সিলেট) প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগরে উপজেলা মৎস্য
দপ্তরের অভিযানে নারকিলা নদীর
উপর অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে।
অাজ মঙ্গলবার দুপুরে উপজেলার
একারাই এলাকায় নারকিলা নদীতে
স্থানীয়দের দেওয়া অবৈধ বাদ অপসরাণ
করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো.
আব্দুস সালাম।
এদিকে অপর আরেকটি অভিযান
চালিয়ে দুপুর দেড়টার দিকে উপজেলার
কালাসারা হাওর থেকে বিক্রয়
নিষিদ্ধ ৩মণ কারেন্ট জাল জব্দ করা হয়।
জব্দকৃত কারেন্ট জালগুলো বিকেলে
ওসমানীনগর উপজেলা পরিষদের সামনে
আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
অভিযানকালে মৎস্য কর্মকর্তার সাথে
উপস্থিত ছিলেন ওসমানীনগর থানার
এসআই সাইফুল মোল্লাসহ পুলিশের একটি দল।
ওসমানীনগর উপজেলা মৎস্য কর্মকর্তা
মো. আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত
করেছেন।