কোথায় যাবে রাইড শেয়ারিং সিলেট এর উদ্যােগে ইফতার বিতরন ও দোয়া মাহফিল

মো. সাহেদুজ্জামান, সিলেট ব্যুরো::
মোটর সাইকেল রাইড শেয়ারিং একটি অনন্য নাম সিলেট কোথায় যাবেন রাইড শেয়ারিং এর উদ্যােগে আজ অনুষ্ঠিত হয় ইফতার বিতরন ও দোয়া মাহফিল
দুঃস্থদের মাঝে বিতরন করা হয় ইফতার
বাদ আছর কাজীবাজার ব্রীজে অসহায় মানুষকে ইফতার বিতরন করেন সংগঠনের সভাপতি / সাধারণ সম্পাদক সহ সংগঠনের সদস্যবৃন্দ
পরে সংগঠনের সদস্য নিয়ে সিলেট আলিয়া মাদ্রাসা মাটে আয়োজন করা হয় ইফতার মাহফিল
সংগঠনের ধর্ম সম্পাদকের দোয়ার মাধ্যমে সমাপ্তি হয় তাদের ইফতার ও দোয়া মাহফিলের কার্যক্রম।