বগুড়া গাবতলীতে বাড়ীর সীমানার বিরোধেএক বৃদ্ধা খুন \ গ্রেফতার-২
সাব্বির হোসাইন গাবতলী উপজেলা প্রতিনিধি গাবতলী, বগুড়া
বগুড়া গাবতলীতে বাড়ীর সীমানার বিরোধেএক বৃদ্ধা খুন \ গ্রেফতার-২রায়হান রানা, গাবতলী (বগুড়া) ঃ বগুড়ার গাবতলীতে বসতবাড়ীর সীমানা বিরোধের জের ধরে খোদেজা বেগম (৫৮) নামের এক বৃদ্ধা খুন হয়েছেন। গত ২১শে এপ্রিল দুপুর দু’টায় উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের তল্লাতলা দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত ২জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।জানা গেছে, উল্লেখিত তল্লাতলা দক্ষিণপাড়া গ্রামের দোলা সরকারের সাথে প্রতিবেশি আজিজুল হক ও মন্তাজ ইসলামের সাথে বসতবাড়ীর সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিলো। এরই এক পর্যায়ে গত ২১শে এপ্রিল দুপুর দু’টায় প্রতিপক্ষরা বসতবাড়ীর সীমানার খুঁটি নিজেরাই পুতিলে দোলা সরকারের নাতি সাগর (২০) তাতে বাধা দিলে সাগরকে চর থাপ্পর মারা হয়। এ সময় দোলা সরকারের স্ত্রী খোদেজা বেগম এগিয়ে এলে তাকে আজিজুল হকের স্ত্রী স্বপ্না বেগম ও মন্তাজ ইসলামের স্ত্রী লাইলী বেগম আমগাছের ডাল দিয়ে এলোপাতারীভাবে মাথায় ও পিঠে আঘাত করে রক্তাক্ত গুরুতর জখম করে। খোদেজাকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে বাগবাড়ী ফাঁড়ীর ইনচার্জ আশরাফুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাতলা দক্ষিণপাড়া গ্রামের আজিজুল হকের স্ত্রী স্বপ্না বেগম ও মন্তাজ ইসলামের স্ত্রী লাইলী বেগমকে গ্রেফতার করে এবং নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের ছেলে আলমগীর সরকার বাদী হয়ে ঘটনার দিনেই স্বপ্না ও লাইলী বেগমকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেছে। এ ব্যাপারে মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, বাড়ীর সীমানা নিয়ে বিরোধের জেরে খোদেজা নামের এক বৃদ্ধাকে খুনের ঘটনায় মামলায় অভিযুক্ত দুই মহিলাকে গ্রেফতার জেলহাজতে প্রেরণ করা হয়েছে