আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সামিম রেজাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চায় জনগণ !

নিজস্ব প্রতিনিধি :মোঃ শামীম হাওলাদার, গলাচিপা পটুয়াখালী !
মুঃ শামীমুর রেজা, সাবেক সাংগঠনিক সম্পাদক, পৌর আওয়ামীলীগ গলাচিপা। বাবা মরহুম আঃ খালেক মিয়া, ১৯৭৩ ইং সাল থেকে ১৯৮৮ইংসাল পর্যন্ত টানা তিন বার পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং ১৯৮৯ইংসালে গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। এবার তারই উত্তরসূরী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পানপট্টি বাসী চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে শামীম ভাইকে দেখতে চায়।