গলাচিপা উপজেলার আওয়ামীলীগ নেতার কিছু বেদনাগ্রস্ত কথা নিয়ে আপনাদের মাঝে মাইনুল ইসলাম (রনো)

নিজস্ব প্রতিনিধি :-মো: শামীম হাওলাদার, গলাচিপা পটুয়াখালী !
সত্য, ন্যায়ের পক্ষে, স্পষ্টবাদিতায়মানুষের বন্ধুর সংখ্যাটা কমে যায়।তবুও অদম্য। দুরন্ত বেগে ছুটে চলছি । আমানত খেয়ানত করিনা।প্রলোভনের কাছে কখোন মাথা নত করি নাই । যাদের জন্য নি:স্বার্থভাবে করেছি সর্বোদা, তারাই মিথ্যাচার করেছে আমার বিরুদ্ধে। ।আমার চরিত্র হননে সক্রিয় থেকে কালিমা লেপন করতে চেয়েছেন। তাতে ক্ষনিকের জন্য খারাপ লেগেছে। যখন রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন নানা বাকে বাক নিয়েছে। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ ফুল ঝুড়ি নিয়ে দারে দারে ঘুরেছে।সেই সব মিথ্যাচার আমি খন্ডানোর চেষ্টা করি নাই। । নিজের কর্মের মধ্য দিয়া নিজের বিকশিত করার চেষ্টা করেছি। দলীয় নেতৃত্বের প্রতি আস্থা রেখে দলীয় সংকটে দলীয় কাজে পিছ পা হইনি।কাজের মধ্য দিয়েই সমাচোনার জবাব দিয়েছি । দৃঢ়তার সাথে বলতে পারি আমি যেই দিন থেকে রাজনৈতিক ময়দানে চলতে শুরু করেছি ব্যাক্তির বিশেষের আনুকম্পা আনুগত্যের তকমা লাগাতে তোষামদি চাটুকারী অনৈতিক কাজে নিজের অস্থিত্ব বিলাতে পারিনি ।সর্বচ্চো নেতৃত্বের প্রতি শ্রদ্ধা সম্মান রেখেছি।নেত্রীবৃন্দের নির্দেশ মেনে রাজনীতি করেছি।দলের শংকটে আমি অর্থে বিত্তের লোভ ক্ষমতার প্রলোভনের কাছে পরাস্থ হইনি।নেতা কর্মীর সংকটে মৃত্যু জ্ঞান তুচ্ছ করে অবরুদ্ধ আওয়ামী ভবন থেকে আওয়ামীলীগ নেতাদের উদ্ধার করেছি। । এই দলটি করেছি পারিবারিকসূত্র ধরে বাবার পথ অনুসরন করে। মুক্তিযুদ্ধের চেতনায় জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী জন নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারে হত্যার বিচার মুক্তি যুদ্ধের চেতনায় বাংলাদশ দেখার স্বপ্ন নিয়ে ১৯৮৬ সালে বাংলাদেশ ছাত্রলীগ গলাচিপা উপজেলা শাখার সাংগঠনিক সম্পদক পদে অধিষ্ঠিত হয়ে ছাত্রলীগের ধংসস্তুপের উপর দাঁড়িয়ে বিরাম হীন পথ চলতে শুরু করি।গলাচিপা উপজেলা ছাত্রলীগের অর্জন গলাচিপা কলেজ ছাত্র সংসদে নির্বাচনে তিন তিন বার বিজয় এরশাদ পতন আন্দলনে ছাত্রসংগ্রাম পরিষদের নেতৃত্ব দিয়ে ঐতিহাসিক গন আন্দলনে স্বৈরাচার পতনের আমিও অংশিদার ।সর্বোদা আমি আত্মবিশ্বসী । যাদের কে আপন ভেবেছি যেকোন কাজে পাশে থেকেছি তারাই পিছন থেকে ছুড়ি মেরেছে। মানুষের বিশ্বাস নষ্ট করেছে প্রাথমিক বিদ্যালয়ের এম এল এস এসের চাকুরী দেবার নাম করে আওয়ামীলীগ কর্মীদের নি:স্ব করে দিয়েছে। নিকৃষ্টতম নেড়ী কুকুর হয়ে গলাচিপা ছেড়েছে।গলাচিপার মানুষের সর্বোচ্চো সহানুভি নিয়ে ক্ষমতার লোভে কান্ড জ্ঞান হারিয়ে এই জনপদের এক কালের অভিবাবক ছোট ভাইয়ের স্নেহে ভালবাসা দিয়েছেন আপন ভাইয়ের মত গলাচিপা রাজনীতে প্রত্যাক্ষ সমর্থন যুগিয়েছেন । রাজনৈতিক প্রতিষ্ঠা দিয়েছেন অর্থ বিত্ত সম্পদে যার প্রত্যক্ষ সমর্থন ছিল। অভিবাকের আসনে থেকে দ্বিতীয় বার বিজয়ী করতে অসুস্থ শরিলে ভেলরে হাসপাতালে বসে সার্বক্ষনিক নির্বাচনে পর্যবেক্ষন করেছেন।প্রান প্রিয় সেই ছোট ভাই মৃত্যুর পুর্ব মুহুর্তে বড় ভাইয়ের বিরুদ্ধে তার সংসার ভাঙ্গার অভিযোগে অভিযুক্ত করে দলীয় প্রধানের বরাবর দরখস্ত করেছে।অসুস্থ ছোট ভাইর মৃত্যুর পর আবার ও ছোটভাইর সন্তান ও স্ত্রী দলীয় প্রধানের কাছে তার পিতা হত্যার দায় স্ত্রীর অভিযোগ ভি আই পি বিশ্রামাগারে দিয়েশেলাইর কাঠিতে জালানো আগুনের লেলিহান শিখা এই পরিবার জ্বালিয়ে পুরিয়ে ছারখার করে দিয়েছে।ক্ষমতা লোভি ভাই বোনের বিরুদ্ধে পতিতা বৃত্তির অভিযোগ এনেছে । তাদের নিয়া বলার আর কি বা আছে? প্রিয় সহযোদ্ধা ভাই বোন বন্ধু ছাত্র রাজনীতি শুরু করে ৩২ বৎসর পার করেছি।আওয়ামী রাজনীতির সুখ দুখের সাথে যাদের সম্পর্ক ।।তাদের কাছে বিনিত অনুরোধ করি আপনাদের কাছে নিজের অস্তিত্বের জানান দেওয়ার কিছু নেই। আওয়ামীলীগের কর্মীর কাছে পরিক্ষা দেবার মত ধৈর্য নেই । মানুষ ভুলের উর্ধে না আমিও মানুষ।বর্তমান সময় রাজনীতিতে যে দুর্বিত্বয়নের মহা উৎসব অর্থলগ্নি কারীদের গর্জনে রাজনৈতিক নেতাদের চরিত্রহননের নানা কৌশলে অর্থনৈতিক ও সেলফি কে হাতিয়ার করেছেন । তাদের থেকে নিজেকে দূরে রাখুন দল কে নিরাপদ রাখতে অনুরোধ জানাই। অনেক রাজনৈতিক দুর্বিত্ত আমাদের চরিত্র হননের মহা ঔষধ হিসেবে অনেক বার বড় অংকের টাকা অফার করেছিল। আমাদের আদর্শ বিচুৎ করতে পেরেনি। চাটুকারিতা ভনিতা নিজের স্বত্বা বিলিন করিনাই। আমি সবার অকৃতিম বিশ্বস্থ বন্ধু হয়ে নিজেকে উজাড় করেছি।শত্রু মিত্র যে কেউ বিপদে পরে ডেকেছেন মানুষে হিসেবে পাশে থেকে ন্যায় সংগত লড়াই করেছি ।কর্মীদের যে কোন বিপদে রাত বিরাতে পাশে থেকেছি চেষ্টা করেছি সাধ্য মত ।আমাকে প্রতিপক্ষ ভাবেন যারা তাদের নিয়ে ভাবার সময় আমার নেই ইনশাল্লাহ। আল্লাহ আমার সহয়। তাই পাহাড় সমান সমস্যা সমাধানে ভয় পাইনি।অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে ক্লান্ত হইনি। সবার সাথে সম্পর্ক রাখার সর্বচ্চো চেষ্টা করেছি অন্তর থেকে । আদর্শের সাথে আপষ করিনা ওয়াদা ভঙ্গ করিনা । মিথ্যাচার পর নিন্দা চর্চা করিনা। কাজের মধ্য দিয়ে বিকশিত করতে চাই নিজেকে রাজনীতির জটিল সমিকরনেও সিদান্ত নিতে পারি মুর্তের মধ্যেই । বিবেকের কাছে সর্বদা দায়বদ্ধ।। প্রতিপক্ষ দমনে পেশি শক্তি বিরোধী।চিন্তায় চেতনায় সুদুর প্রসারী সর্বদা মুক্ত চিন্তা উদার মানোষিকতায় বিশ্বাসী সম্পর্কের ক্ষেত্রে আদর্শিক বন্ধুত্ব অগ্রধিকার প্রত্যাশা নিয়ে বন্ধুত্ব নয়। সব কিছুর পর মানুষ মানুষ আমি । ভুল ত্রুটির উর্ধে নয়।ক্ষমা সুন্দর দৃষ্টি নিয়া আমার শ্রম মেধা আমার সততা আমার মানোবিকতার শেষ পরিক্ষায় আপনাদের কাছে অনুরোধ জানাই, আপনার নীতিবাচক দৃষ্টি ভঙ্গির পরিবর্তনে আপনার বিবেক কে জাগ্রত করুন।আমার দ্বারা রাজনৈতি সামাজীক ভাবে অসম্মানীত হয়েছেন কিবাং হবেন । আমানত ক্ষেয়ানত স্বজন প্রীতি দুর্নীতির উর্ধে উঠে ন্যায় বিচার প্রতিষ্ঠায় বাবার আদর্শের প্রতীক হতে চাই। করো জোড়ে নিবেদন ভুল ত্রুটির উদ্ধে উঠে ক্ষমা সুন্দর দৃষ্টি নিয়ে আপনাদের সন্তান , ভাই বন্ধু হিসেবে রাজনীতি করতে আপনাদের অনুপ্রেরনা অনুকম্পা পেতে বিবেকের দারস্থ হবার অনুরোধ জানাই।মাইনুল ইসলাম রনো।