বাগেরহাটের ফকিরহাটে গাজাসহ ৪ জন আটক।

বাগেরহাট জেলা প্রতিনিধি :ইমরানুর রহমান।
বাগেরহাটের ফকিরহাটে ২৫ কেজি গাঁজাসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব।বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ফকিরহাট উপজেলার বিশ্বরোড মোড়ে বাগেরহাটগামী একটি প্রাইভেট কারে তল্লাশি করে এই গাজা জব্দ করে র্যাব-৬। এ সময় মাদক বিক্রেতাদের ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করে র্যাব-৬ এর সদস্যরা।
আটককৃতরা হলেন, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার তাতেরকাঠি মধ্যপাড়া এলাকার হারুণ হাওলাদারের ছেলে মো. এনামুল হক (৩৭), এনামুল হকের স্ত্রী শিরীন বেগম (২৬), ফেনী জেলার সদর উপজেলার পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার আব্দুল্লাহ সরদারের ছেলে রোমান সরদার (১৯) এবং মাগুরা জেলার মোহাম্মাদপুর থানার চরপাড়া মধ্যপাড়া এলাকার আয়েন উদ্দিনের ছেলে প্রাইভেট কার চালক মো. জহিরুল ইসলাম (৪৫)।
র্যাব-৬ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহবুব উল-আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার বিশ্বরোড মোড় এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে কয়েকটি যানবাহন তল্লাশি করা হয়। এক পর্যায়ে প্রাইভেট কারটিকে তল্লাশি করে ২৫ কেজি গাঁজা পাওয়া যায়। প্রাইভেটকারে থাকা চার মাদক ব্যবসায়ীকেও আমরা আটক করেছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আটককৃতদের ফকিরহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে