পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আমালউদ্দীন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছেন। এসময় তজিবুল ইসলাম (৫০) নামে একজন আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) রাতে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের সাতমেড়া এলাকায় জেমকন গ্রুপ পোল ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমাল একই এলাকার মৃত গহির উদ্দীনের ছেলে। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, পঞ্চগড় থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে জেমকন গ্রুপ পোল ফ্যাক্টরির সামনে পৌঁছালে আগেই হাইওয়ে পুলিশের চেক আপের জন্য দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পেছনে এসে তারা ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হয়ে পড়ে গেলে পাশেই থাকা তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবুল হাসান রাকিব মোটর সাইকেল আরোহী আমালকে মৃত ঘোষণা করেন। তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর নিহতের বিষয়টি নিশ্চিত করেন।