শাহিন আহমদকে কাউন্সিলর হিসেবে দেখতে চায় ৬নং ওয়ার্ডবাসী

মো: সাহেদুজ্জামান, সিলেট :: মৌলভীবাজার সদর পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে সাবেক মেম্বার মরহুম তারা মিয়া তালুকদার-এর সুযোগ্য বড় ছেলে মো শাহিন আহমদকে দেখতে চায় ওয়ার্ডবাসী।
এলাকাবাসীর দাবী মো শাহিন আহমদ কাউন্সিলর হলে এলাকার উন্নয়নের তার ভুমিকা থাকবে আগের চেয়ে অনেক বেশী।
পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় শাহিন আহমদ এলাকার মানুষে সুখে দুঃখে সবার পাশে থাকেন এবং এলাকার যে কোন সমস্যায় তাঁর কাছে গেলে তিনি সমাধান করার চেষ্টা করেন।
ভোটারদের মনে আশা এবারের নির্বাচনে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবেন।
বিগত নির্বাচনে ভোটাররা তাদের ভোট দিতে পারেননি কারন ১জনের অধিক প্রার্থী ছিলেন না।
সবার মুখেই একটি সুর এবার তারা নতুন মুখ দেখতে চান, আর শাহিন আহমদের কথা জানতে চাইলে সবাই বলেছেন ব্যক্তি হিসেবে তিনি যোগ্য, সৎ ও ন্যায় বিচারক এমন লোকই কাউন্সিলর হিসেবে চান ওয়ার্ডবাসী।